বিনোদন ডেস্ক: কলকাতার রানাঘাট স্টেশনে একটা গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। রাতারাতি তারকা বনে যান তিনি। সেখান থেকে বলিউডেও পাড়ি দিয়েছিলেন। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। তারপর পতন। আবার সেই রানাঘাটে ফিরে যাওয়া।
রানু মণ্ডলের এই নাটকীয় উত্থান কাহিনি এবার আসতে চলেছে সিনেমার পর্দায়। তার জীবনী পর্দায় তুলে ধরতে চলেছেন ‘কুসুমিতার গপ্পে ’ খ্যাত পরিচালক হৃষিকেশ মণ্ডল।
ছবিতে রানুর ভূমিকায় অভিনয় করছেন ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে।
তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে।
অবশ্য এই সমস্ত এখন অতীত। আবার রানাঘাটের বাড়িতে ফিরেছেন রানু মণ্ডল। স্থানীয় কিছু মানুষ ও ক্লাবের সাহায্যে দিন চলে তার।
এদিকে বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। অবশেষে ছবিটি হচ্ছে এবং হিন্দিতে।
পরিচালক জানান, নভেম্বর মাসে শুটিং শুরু হতে পারে। ছবির নাম ‘মিস রানু মারিয়া’। নব্বই দশকের ফ্লেভার থাকবে ছবিতে। নিশ্চিতভাবে একাধিক গানও থাকবে। সংগীত পরিচালনার দায়িত্ব নেবেন সুরজিৎ, সিধু ও নীলাকাশ।