স্টাফ রিপোর্টার: চা বাগান মালিকের নির্দেশে চা শ্রমিকের তৈরি করা পাকা ঘর ভেংগে মাটির সাথে গুড়িয়ে দিয়ে মালামাল তুলে নেয়ার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দ পুর চা বাগানে মুল সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। এতে যাত্রী সহ রোগিদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
জানা যায়, শ্রী গবীন্দপুর চা বাগানের চা শ্রমিক শ্রীজনম ভর বাগান ব্যবস্হাপকের কাছে মৌখিক অনুমতি নিয়ে পাঁকা ঘর তৈরির কাজ শুরু করে। ঘরের কাজ শেষ পর্যায়ের দিকে গত শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগান ব্যবস্থাপক ভাড়াটিয়া লোক দিয়ে শ্রমিকের নির্মানাধীন ঘর টি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। এসময় ঘরের কাজে ব্যবহৃত মালামাল গাড়িতে তুলে কারখানায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
এ ঘটনায় রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বেড় করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু ধলাই ভ্যালি সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে ও রিয়াজ আহমেদ এবং রামশিং ছত্রীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা ও মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান পুষ্প কুমার কানু, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ভ্যালি সম্পাদক নির্মল দাস পানিকা, চা ছাত্র যুব পরিষদের সভাপতি মোহন রবিদাস, চা শ্রমিক নেত্রী গীতা কানু, চা ছাত্র যুব পরিষদ পাত্রখোলা চা বাগান সভাপতি প্রদীপ পাল প্রমখ।
মানববন্ধনে বক্তারা এ ধরনের নেক্কার জনক কাজের তীব্র নিন্দা সহ অবিলম্বে ক্ষতিগ্রস্ত হওয়া শ্রমিকে বাড়ি পুনরায় নির্মাণ করে দেয়ার জোর দাবী জানান, অন্যথায় কঠোর কর্মস‚চির ডাক দেয়ার হুশিয়ারী উচ্চারণ করা হয়।