খাটে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী, মেঝেতে মায়ের লাশ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে একই কক্ষ থেকে শাশুড়ি, পুত্রবধূ ও তার প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়। তারা কিভাবে খুন হয়েছেন তা এখনো জানা যায়নি। তবে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

শনিবার টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান। এর আগে, সকালে উপ‌জেলার দিঘড় ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- খামারপাড়া এলাকার হজরত আলীর স্ত্রী ৬৫ বছর বয়সী জমেলা বেগম, তার সৌদি প্রবাসী ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম ও সুমির পরকীয়া প্রেমিক শাহজালাল ইসলাম সোহাগ। প্রেমিক সোহাগ জেলার কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। আহত তিন বছর বয়সী শাফি সুমির ছেলে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। তারা মরদেহ থানায় নেবেন। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দিঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, সোহাগের সঙ্গে সুমির অবৈধ সম্পর্ক ছিল। প্রায় ছয় মাস আগে তার সঙ্গে সুমি পালিয়ে গিয়েছিলেন। শুনেছি তারা বিয়েও করেছিলেন। পরে মেয়েকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনেন সুমির বাবা-মা।