
প্রতিকী ছবি
ধলাই ডেস্ক: লালমনিরহাটে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকসহ দুজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের কোকডাঝাড় জেলার গোসাইগাও এলাকার বাবলু মিয়ার ছেলে আমিনুর মাতব্বর ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় এলাকায় শাহাজুল হকের ছেলে মো. আব্দুর রশিদ।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আকমল হোসেন জানান, ২০১৮ সালের ৫ জানুয়ারি পাটগ্রামের পশ্চিম জগতবেড় এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় আমিনুর ও আব্দুর রশিদকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া আব্দুর রশিদের কাছ থেকে আরো ৩৫ রাউন্ড গুলি ও ভারতীয় ৫০ রুপি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পাটগ্রাম থানায় মামলা করে আটকদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।