![ঢাকায় এলো পাকিস্তান ক্রিকেট দল](https://dhalairdak24.com/wp-content/uploads/2021/11/3-2.jpg)
খেলা ডেস্ক: তিনটি টি-২০ আর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ১৩ নভেম্বর রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে আজ শনিবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছায় টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বাবর আজম বাহিনী।
আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। যদি তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতত, তাহলে আগামী ১৪ নভেম্বর খেলতে হতো ফাইনাল। সেক্ষেত্রে তাদের আসতে আরো চার দিন দেরি হত। তবে ১১ নভেম্বর অজিদের কাছে হারায় তেমটা হয়নি।
পাকিস্তানের এবারের বাংলাদেশ সফরে সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ১৯ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। এরপরদিনই দ্বিতীয় ম্যাচ। শেষ টি-টোয়েন্টিটা হবে ২২ নভেম্বর।
এরপরই শুরু লাল বলের লড়াই। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এ সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।