তিন দিনের সফরে মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট ঢাকায়

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট‌কে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা যায়, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরে দেশ‌টি‌তে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

এছাড়া স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের মতো বিষয়গুলো আলোচনার টেবিলে স্থান পাবে।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ঢাকা সফরে দেশটির দুই জন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব রয়েছেন। ঢাকা সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ফয়সাল নাসিম।

চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। সোলিহের ঢাকা সফরের প্রায় আট মাসের মাথায় দেশটির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসলেন।