
ফাইল ছবি
ধলাই ডেস্ক: মেহেরপুরের গাংনীতে মায়ের বুকের দুধপান করার সময়ে দম বন্ধ হয়ে কোলের মধ্যেই আলিফ হোসেন নামে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঐ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আলিফ হোসেন ঐ এলাকার আজমাইন হোসেনের ছেলে।
আলিফের চাচা ইকলাস আলী মাস্টার জানান, রাত ৮টার দিকে তার ভাইয়ের স্ত্রী হালিমা খাতুন সন্তানকে কোলে নিয়ে বুকের দুধপান করাচ্ছিলেন। অসাবধানতাবশত হঠাৎ শিশুটির দম বন্ধ হয়ে পড়ে। ঐ সময় গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে শিশু আলিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরির বিভাগের চিকিৎসক বোধাদিপ্ত দাশ (বিডি দাশ) জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা গেছে। দুধপানের সময় তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ায় এ ঘটনা ঘটেছে।