ধলাই ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুক না পেয়ে স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ছয়দিন পর মারা যান গৃহবধূ রুমা আক্তার।
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পাষণ্ড স্বামী সোহেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সন্ধ্যায় বিশেষ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে রুমার পরিবারের কাছ থেকে চার লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন সোহেল। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হতো। মাঝেমধ্যেই সোহেল নির্যাতন করতেন রুমাকে। এ নিয়ে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। গত ২৩ জানুয়ারি রাত ৮টার দিকে সোহেল রুমাকে মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক রুমার মুখে ঢেলে দেন সোহেল। এতে তার চিৎকারে বাড়ির লোকজন এসে রুমাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার দুপুরে সেখানে তিনি মারা যান।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, পারিবারিক কলহের জেরে রুমার মুখে বিষ ঢেলে দেওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে রুমার মৃত্যুর সংবাদ পাই। তার মরদেহ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তার স্বামী সোহেলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।