দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দিনাজপুরে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। অতিরিক্ত ঠাণ্ডায় জনজীবনে স্থবির হয়ে পড়েছে। এর ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।

সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়; এখন পর্যন্ত ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিক থেকে উন্নীত হতে পারে।

এছাড়া রংপুর ১০; কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৪; ডিমলায় ৯ দশমিক ৬; নওগাঁয় ১০; রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এখন পর্যন্ত ৭ দশমিক ৭ ডিগ্রি।

বর্তমানে রংপুর বিভাগসহ দেশের আরও কিছু কিছু স্থানের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে আগামী দুদিনের মধ্যে সারা দেশে তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে।