আশুলিয়ায় পুড়ছে জুতার কারখানা, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার রূপায়ণ মার্ট নামে একটি ভবনের পাশের টিনশেডের ঘরে আগুন লাগে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, ভবনটিতে ইউনি ওয়ার্ল্ড নামে একটি জুতার কারখানা আছে। সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।