ধলাই ডেস্ক: সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি তাদের গার্ড গ্রেড-২ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : গার্ড গ্রেড -২।
পদের সংখ্যা : ৫৩ জন।
প্রার্থীর বয়স আগামী ১ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে : আগ্রহীদের বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি : আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ পরীক্ষা ফি বাবদ ১১২ টাকা জমা দিতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের সময় : ২ মার্চ থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।