ধলাই ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এবং তার্কিশ এয়ারলাইনসের দু’টি ফ্লাইট থেকে ২ লাখ ৩০ হাজার ৫০০ ডলারসহ দুই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে এমিরেটসের ইকে-৫৮৭ ফ্লাইটে ওঠার আগে বাংলাদেশি পাসর্পোটধারী মাহমুদা ফিরোজ নামের একজন নারী যাত্রীকে বোডিং গেট-৭ থেকে ৩০ হাজার ৫০০ ইউএস ডলারসহ ও একই দিনে রাত ৯টা ৩০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে তার্কিস এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইট যোগে বাংলাদেশ ছাড়ার সময় তুর্কি পাসর্পোটধারী মেহমেত রেমজি নামের এক পুরুষ যাত্রীকে বোর্ডিং গেট-১০ থেকে এক লাখ ২০ হাজার ইউ এস ডলারসহ আটক করা হয়। পরবর্তীতে কাস্টম হলে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতে যাত্রীর শরীর তল্লাশি করে আরও ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। কোন প্রকার বৈধ কাগজ-পত্র ছাড়াই এই যাত্রী দুই লাখ ইউএস ডলার নিয়ে বিমানবন্দর ছাড়ার চেষ্টা করেছিলেন এই যাত্রী।
তাদের বিরুদ্ধে আলাদা দুটি ফৌজদারী মামলার মাধ্যমে দুই যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।