
ফাইল ছবি
ধলাই ডেস্ক: সাপের কামড়ে লিলি (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়। রোববার (১২ জুন) ভোরে উপজেলার নিচতোলা গ্রামে এ ঘটনা ঘটে। লিলি একই গ্রামের ইউনুছ আলীর মেয়ে। সে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, শনিবার রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় লিলি। ভোরে বিষধর একটি সাপ কামড় দেয়। টের পেয়ে পরিবারের লোকজন লিলিকে গ্রামের কবিরাজ দিয়ে চিকিৎসা করায়। অবস্থার অবনতির পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।