বন্যার্তদের জন্য ১৭২০ টন চাল, আড়াই কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২

ধলাই ডেস্ক: সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলায় মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসকদের অনুকূলে ১৭২০ মেট্রিক টন চাল, দুই কোটি ৭৬ লাখ টাকা নগদ সহায়তা ও ৫৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জুন) ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপ-সচিব লুৎফুন নাহারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।