ধলাই ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী একটি মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হয়েছেন। তারা খৈয়াছড়া ঝর্ণা থেকে আসছিলেন বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো। চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ…