ধলাই ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটির ১৭ যাত্রীর পরিচয় মিলেছে। এর মধ্যে ১৫ জন হাটহাজারীর আমানবাজার এলাকার আরঅ্যান্ডজে প্রাইভেট কেয়ার নামে একটি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছাত্র-শিক্ষকসহ ১১ জন নিহত হন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরো ছয়জন।
নিহতরা হলেন- কোচিং সেন্টারের চার শিক্ষক জিয়াউল হক সজীব, ওয়াহিদুল আলম জিসান, মোস্তফা মাসুদ রাকিব ও রেদোয়ান চৌধুরী এবং শিক্ষার্থী মোহাম্মদ হাসান, মোসহাব আহমেদ হিশাম, সাগর, ইকবাল হোসেন মারুফ, তাসমির হাসান ও সাজ্জাদ। এছাড়া নিহত হয়েছেন মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরু।
আহতরা হলেন- মাইক্রোবাসের হেলপার তৌকিদ ইবনে শাওন, শিক্ষার্থী মো. মাহিম, তানভীর হাসান হৃদয়, মো. ইমন, তছমির পাবেল ও মো. সৈকত।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।