তাপপ্রবাহ থাকতে পারে শুক্রবার পর্যন্ত

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দেশের ৭ জেলায় তাপপ্রবাহ আরো তিনদিন অব্যাহত থাকবে। অর্থাৎ শুক্রবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত তীব্র গরম ও রোদ সহ্য করতে হবে। তবে রাজশাহী অঞ্চলে রোদ-গরম কিছুটা কমতে পারে।

বুধবার দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি বলেন, আজ থেকেই রাজশাহী অঞ্চলের তাপমাত্রা কমে যাবে। এই অঞ্চলের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। অন্যান্য জেলাগুলোতে সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

নাজমুল হক আরো বলেন, আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই। এই রকম রোদ-গরম আরো ৩-৪ দিন থাকার পর নতুন সিস্টেম প্রবেশ করবে। বলা যায় ২ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার অবস্থা বর্তমানের মতোই থাকবে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এরপর আবারো তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।