এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ারের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: এফডিসিতে কিংবদন্তি গীতিকার সুরকার গাজী মাজহারুল আনোয়ারের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বাদ যোহর এফডিসির প্রশাসনিক ভবনের সামনে এফডিসির সংগঠনগুলো একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কালজয়ী এই গুণী মানুষকে।

এসময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা, ওমর সানি, বাপ্পী, অরুণা বিশ্বাস, সাইমনদের। পাশাপাশি শিল্পী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। আরও ছিল পরিচালক সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, এফডিসি প্রশাসন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, চলচ্চিত্র পরিষদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতি।

কাজী হায়াত বলেন, গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে। এমন ভাগ্য নিয়ে কতজন চলে যায়? গাজী ভাইয়ের মৃত্যুতে সাংস্কৃতিক অপূরণীয় শূন্যতার তৈরি হলো।

রোজিনা বলেন, উনি একজন শিশুর কাছ থেকেও শিখতে চাইতেন। কোনোদিন তার মধ্যে অহংকার দেখিনি। আমাদের সাংস্কৃতিক ও বাংলাদেশ যতদিন থাকবে ততদিন উনি আমাদের হৃদয়ে থাকবেন।