ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হলেও ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট পাঠানো হলেও ৩টি ইউনিট কাজ করেছে। একটি রাস্তা থেকেই ফিরে এসেছে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকানে আগুন লেগে বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।