ধলাই ডেস্ক: হিমালয় কন্যা খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র ঠাণ্ডা ও কনকনে শীতে জবুথবু জনজীবন। সোমবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ভোর ৬টার দিকে রেকর্ড করা হয় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্।
তিনি বলেন, সোমবার সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববারও সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
জেলার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাপমাত্রা ৯.৬, ৯.৫ ও ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। যা গতকালের (রোববার) ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে আজ ৭ ডিগ্রিতে পৌঁছেছে। যা মাঝারি শৈত্যপ্রবাহ। এর আগে জেলায় ২০১৮ সালের জানুয়ারিতে স্মরণকালের সবচেয়ে কম ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
এদিকে, অসহনীয় ঠাণ্ডায় শিশু এবং বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।