ধলাই ডেস্ক: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস আর ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। সূর্য উঁকি দিলেও রোদের উত্তাপ ছড়াতে না পারায় অনুভূত হচ্ছে কনকনে শীত।
সোমবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুরজ্জামান জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শনিবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি। রোববার সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়াতেই। যা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।