ভারত থেকে পাইপলাইনে আসবে তেল, উদ্বোধন ১৮ মার্চ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

ধলাই ডেস্ক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) এবিএম আজাদ জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুরে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আসবে।

বৃহস্পতিবার দুপুরে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পার্বতীপুর ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এবিএম আজাদ বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো উন্নত হবে। সেইসঙ্গে এ প্রক্রিয়ায় স্বল্প ব্যয়ে দেশব্যাপী জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।

এ সময় সফরসঙ্গী হিসেবে বিপিসির চেয়ারম্যানের একান্ত সচিব মো. আহম্মদুল্লাহ, পার্বতীপুরের ইউএনও মুহাম্মদ ইসমাঈল, মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ মো. ইকবাল, পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আখের আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।