ধলাই ডেস্ক: বাংলা নববর্ষ উদযাপনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায়ের স্বাক্ষরিত এক আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মাউশির নতুন নির্দেশনায় বলা হয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।
নতুন নির্দেশনায় নববর্ষ উদ্যাপন নিয়ে ১১ এপ্রিলের জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। তবে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষ-১৪৩০ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।
এর আগে ১১ এপ্রিল নববর্ষ উদযাপন নিয়ে একটি নির্দেশনা দিয়েছিল মাউশি। সেখানে মাউশির আওতাভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শোভাযাত্রা করার কথা বলা হয়েছিল।