
সংগৃহীত
ধলাই ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে ১৮০ বস্তা (৯ হাজার কেজি) ভারতীয় চিনিসহ ৭ চোরাকারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এসআই সুবাস চন্দ্র বর্মন ও এএসআই আব্দুল আজীম সঙ্গীয় ফোর্স সহ পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ভারতীয় চিনি নিয়ে আসায় একটি ইষ্টিল বডি নৌকার মধ্যে ৯ হাজার কেজি ১৮০ বস্তা চিনি সহ ৭ জন চোরাকারবারি কে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ৮লাখ ১০ হাজার টাকা।