
ধলাই ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৪টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার ভোর ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া।
তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ঐ কর্মকর্তা।