ধলাই ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে ছেলের কোদালের আঘাতে নিহত হয়েছেন বাবা আশরাফ আলী শেখ। গুরুতর আহত অবস্থায় মা শাহিদা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বেলকুচি উপজেলার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মুছা শেখ ও হারুন।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই নিহত আশরাফ আলী শেখের বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার রাতে তার দুই ছেলে মুছা ও হারুনের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের থামাতে বাবা ও মা এগিয়ে গেলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আশরাফ আলী। গুরুতর আহত মা শাহিদা খাতুনকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।
এনায়েতপুর থানার ওসি আনিছুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।