ধলাই ডেস্ক: রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।
মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগানোর খবর পায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।