কমলগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ বেসরকারি ভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রোববার রাতে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বেসরকারি ভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন দুই লাখ ১২ হাজার ৪শত ৯১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর আব্দুল মুহিত হাসানী ‘মোমবাতি’ মর্কায় ৫ হাজার ৩শ ৯০ ভোট। ইসলামী ঐক্যজোট এর প্রার্থী মো: আনোয়ার হোসাইন ‘মিনার’ মার্কায় ভোট পেয়েছেন ৫ হাজার ৬৮ ভোট।
এর আগে, রোববার সকাল ৮টায় সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই ভোট।
উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ তিনি এই আসন থেকে পরপর ৭ বার নির্বাচিত হয়েছেন।