পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবে দুজনের মৃত্যু

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবে দুজনের মৃত্যু হয়েছে নেত্রকোণার কলমাকান্দায় হাওর এলাকায়। শুক্রবার সকালে হরিনধরা গ্রামে এক পাড়া থেকে আরেক পাড়ায় মন্দিরে নৌকা দিয়ে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণধরা গ্রামের বিপ্লব তালুকদারের শিশুসন্তান অমিত তালুকদার (৭) এবং একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নে হরিনধরা গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া নৌকায় যেতে হয়। পূজার অষ্টমিতে অঞ্জলি দিতে পূর্বপাড়া থেকে ছয়জন নৌকায় করে পশ্চিমপাড়া যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় চারজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকি দুজন তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে  মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় বাসিন্দা কাজল তালুকদার জানান, পূজার অঞ্জলি দিতে নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজামণ্ডপে যাওয়ার পথে নৌকা ডুবে গেলে দুজনের মৃত্যু হয়েছে।