চার উপদেষ্টাকে রাত ১০টার মধ্যে পঙ্গু হাসপাতালে উপস্থিতির আল্টিমেটাম

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

ধলাই ডেস্ক: রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের সড়কে গণঅভ্যুত্থানে আহত আন্দোলনকারীরা উপদেষ্টাদের হাজির হওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন। আন্দোলনকারীরা বলেছেন, রাত ১০টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যুব উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টাকে পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিত হতে হবে।

এর আগে সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন, তবে কোনো সমাধানে পৌঁছাতে পারেননি।

স্নিগ্ধ তাদের বলেন, আপনারা আন্দোলন করছেন, যতক্ষণ দরকার আমি থাকব।

এদিকে, দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা নিরাপত্তা বাহিনীর সহায়তায় হাসপাতাল ত্যাগ করেন।

পরে আন্দোলনকারীরা সরকারি তহবিল ও সুচিকিৎসার দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। তারা জানান, উপদেষ্টাদের সঙ্গে আলোচনা না হলে আন্দোলন অব্যাহত রাখবেন।