
ধলাই ডেস্ক: ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা শহরস্থ কোর্ট মসজিদের সম্মুখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে কোর্ট মসজিদের সম্মুখ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম সারোয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জালাল উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।