
ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলার কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ ) বিকালে উপজেলা চৌমুহনীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এতো অত্যাচার নির্যাতনের পরও তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই,আওয়ামীলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের আগের সাড়ে পনেরো বছর মানুষকে তারা গুম করেছে, ক্রসফায়ারে হত্যা করেছে,হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।লুটপাটের মাধ্যমে ব্যাংক গুলোকে দেউলিয়াত্বের পর্যায়ে নিয়ে গেছে।
আমাদের অর্থনীতি ভয়ংঙ্কর একটি স্থবিরতার মধ্যে তৎক্ষালীন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন আমার একজন কর্মচারী চারশত কোটি টাকার মালিক, কি পরিমান লুটপাট তারা করেছে এ বক্তব্য থেকেই বুঝা যায়।এতো কিছুর পরও তাদের মধ্যে সামান্যতম বিবেকবোধ জাগ্রত হয়নাই, তারা এখনো উসকানি দিচ্ছে মানুষকে রাতের আঁধারে হত্যার, আল্লাহর ভয় যদি তাদের মাধ্যে থাকতো এতো ভয়ংঙ্কর অপরাধ এরা করতে পারতোনা।
ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে সেক্রেটারি এড. কামরুল ইসলাম এর সঞ্চালনায় কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও মৌলভীবাজার -৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এড. মোহাম্মদ আব্দুর রব। মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোলাইমান আহমেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ বাহার আলী,শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম,সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমেদ,শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক তারেক মাহফুজ,কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মোঃ আব্দুল হাই,কমলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ এবাদুর রহমান,কমলগঞ্জ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তানভীর রায়হান ওয়াসিম প্রমূখ। এছাড়াও কমলগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।