ধলাই ডেস্ক: বন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ে সেমিনারে বন ব্যবস্থাপনায় মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষক ড. রুমেল আহমদ। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলস্থ একটি হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বেলা’র নেটওয়ার্ক সদস্য ও আদিবাসী নেতা মাগুরছড়া পুঞ্জির হেডম্যান ডিজিসন প্রধান সুচিয়ান এর সভাপতিত্বে ও বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. সাহেদা আক্তার এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষক ড. রুমেল আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বন কর্মকর্তা জামিল মোহাম্মদ খান, বেলা’র প্রতিনিধি মামুন আহমদ।
সেমিনারের শুরুতে হবিগঞ্জ, মৌলভীবাজারসহ সংরক্ষিত বন ও জাতীয় উদ্যানের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. সাহেদা আক্তার। বিষয়ে উপর অংশগ্রহণকারীরা আলোচনা করেন।
প্রধান অতিথি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনগত প্রভাব, মনুষ্যসৃষ্ট কর্মকান্ডে বন হ্রাস পাচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় বনের সীমানা নির্ধারণ, ফান্ড গঠন প্রয়োজন। এছাড়া বন ঘেষে রিসোর্ট, কটেজ তৈরি হচ্ছে এসব বিষয়ে বনবিভাগকে খতিয়ে দেখা দরকার।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষক ড. রুমেল আহমদ বলেন, বন্যপ্রাণী বনের মধ্যেই থাকবে। বর্তমানে বনে আবাসস্থল কমে যাওয়ায় হাতিসহ বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
