ষ্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ললিলকলা একাডেমিতে মনিপুরী সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহের ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় ললিতকলা একাডেমী মিলনায়তনে একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানের শুরুতে মণিপুরী সংস্কৃতি বিকাশে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় মণিপুরী সমাজের বিশিষ্ট সংকীর্তন গায়ক হরিনারায়ণ সিংহ এবং মণিপুরী সমাজের বিশিষ্ট মৃদঙ্গবাদক কনুং সিংহকে সম্মাননা প্রদান করা হয়।
ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা রাণী সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ ও মণিপুরী নাট্য শিল্পীগোষ্ঠীর সভাপতি চন্দ্রেশ্বর সিংহ সপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃৎ, সমাজ সংস্কারক ও জাগরণের অগ্রদূত ছিলেন চারণকবি গীতিশ্বামী গোকুলানন্দ সিংহ। গীতিশ্বামী কেবল একজন কবি ছিলেন না; তিনি ছিলেন তাঁর সমাজের বিবেক ও কন্ঠস্বর।” পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমির শিল্পীরা গান, রাস নৃত্য পরিবেশন করেন।

