কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক: ‘স্বপ্নের ঠিকানা’ স্মরণিকার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রাকে আরও বেগবান করার অঙ্গীকার নিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ হীড বাংলাদেশের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে মিলনমেলা ঘটেছিল প্রবীণ ও নবীন সংবাদকর্মীদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। সম্প্রতি প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অতিথিবৃন্দ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। তিনি নতুন কমিটির আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারক শ্যাম কান্ত সিংহ বলেন, “একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কমলগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত যে এখানকার সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, বরং সমাজ সংস্কারের একটি শক্তিশালী হাতিয়ার।” তিনি বিচার বিভাগ ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিষেক উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘স্বপ্নের ঠিকানা’-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। স্মরণিকাটিতে কমলগঞ্জের সাংবাদিকতার ইতিহাস ও সমসাময়িক প্রেক্ষাপট চমৎকারভাবে ফুটে উঠেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু ও সাংবাদিক বিশ্বজিৎ রায়।

বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতির বক্তব্যে আসহাবুজ্জামান শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কমলগঞ্জকে দেশের সামনে ইতিবাচকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। এই আয়োজনের মধ্য দিয়ে কমলগঞ্জ প্রেসক্লাবের নতুন পথচলা আরও এক ধাপ সমৃদ্ধ হলো।