ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পল্লী বিদ্যুতের ১০ কেভি ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত বিপ্লব শেখ (২২) নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়।
আটক বিপ্লব শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছোট কসবা গ্রামের লিটন শেখের ছেলে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মধুখালী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এ কে এম আব্দুল্লাহ আল নোমান জানান, গত ৩১ জুলাই উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রামের মো. জাফর আলী খাঁর ১০ কেভি এবং পিলখানা গ্রামের নুরুজ্জানের ৫ কেভি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়েছে।
শুক্রবার ভোররাতে আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোর বিদ্যুতে আটকে গেলে বিদ্যুৎ ট্রিপ করে। এতে চোর নিচে পড়ে যায়।
ফরিদপুর পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল হাসান জানান, ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে চোর বিপ্লব নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনার কিছু সময় আগে গোপালপুর থেকে আরও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে খবর পেয়েছি।
এ বিষয়ে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক রমজান আলী নামে একজনকে আটক করা হয়েছে। এ চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।