ডেস্ক রিপোর্ট: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক পিন্টু (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।
এ দুর্ঘটনা ঘটে সোমবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম চারা বটতলা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে যশোর-সাতক্ষীরা রুটের একটি যাত্রীবাহী বাস চুকনগরে আসার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বাস ও ট্রাকচালকসহ ২৫ জন আহত হন। গুরুতর অবস্থায় বাসের চালক পিন্টুকে চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে মারা যান। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। গুরুতর আহতেদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।