ডেস্ক রিপোর্ট: অবৈধ পথে ভারতে পাচার হওয়ার পর দুই বছর জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল বাংলাদেশি দুই তরুণী। বুধবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত আসা কিশোরীরা হলো- যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাগরিকা (১৬) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বেনীডাঙ্গা গ্রামের হেলাল মাতব্বরের মেয়ে লামিয়া (১৭)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মাসুম বিল্লাহ বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে দুই বছর আগে দুই কিশোরী ভারতে পাচার হয়। কলকাতা পুলিশের হাতে আটক হলে তাদের আদালতে পাঠানো হয়। আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের দুই বছরের সাজা দেন। সেখান থেকে কলকতার ‘সুকন্যা’ নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। তারপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির একপর্যায়ে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে বুধবার বিকেলে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তাদেরকে মহিলা আইনজীবী সমিতির কাছে তুলে দেয়া হয়েছে।
যশোর মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাছিমা খাতুন জানান, ফেরত আসা দুই কিশোরীকে ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে যশোরে তাদের তত্ত্বাবধানে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদেরক হাতে তুলে দেয়া হবে।