ডেস্ক রিপোর্ট: জামালপুরের বকশীগঞ্জে বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে।
নির্যাতনের শিকার আফরোজা সুলতানা বীণা ওই উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত হামিদুর রহমান ফর্সা একই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী।
ওই স্কুলের সহকারী শিক্ষক তারিকুজ্জামান ছোটন বলেন, রাফিউল ইসলাম রাফি নামে এক শিশুকে নিজের ছেলে পরিচয় দিয়ে স্কুলে ভর্তি করেন হামিদুর রহমান। কিন্তু তার প্রতিপক্ষের লোকজন আফরোজা সুলতানার কাছে অভিযোগ করেন রাফিউল ইসলাম হামিদুরের ছেলে না। সে ওই গ্রামের হাবিবুর রহমান বইতুল্লাহর ছেলে।
তারিকুজ্জামান ছোটন আরো বলেন, প্রধান শিক্ষক আফরোজা সুলতানা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের কাছে একটি প্রত্যয়নপত্র চান। চেয়ারম্যান তার প্রত্যয়নপত্রে উল্লেখ করেন- রাফিউল ইসলাম রাফি হামিদুর রহমান ফর্সার ছেলে নন। চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া জন্ম সনদ স্কুলে জমা দিয়েছেন তিনি।
আহত প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বলেন, সকালে স্কুলে হামলা চালান হামিদুর রহমান। পরে আমাকে একটি কক্ষে আটকে মারধর করেন। এতে আমার হাত-পা ভেঙে যায়। শিক্ষকরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুণা রায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।