কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৪ টি মামলার সাজাপ্রাপ্ত ও ১১- টি মামলার ওয়ারেন্টভূক্ত ফেরারী হওয়া এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নির্দেশনায় এএসআই আনিসুর রহমান এর নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা, রিপন সরকারসহ পুলিশের একটি দল বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের মৃত বাজিদ উল্লার ছেলে ফেরারী আসামী খলিল মিয়া (৩৭)কে আটক করা হয় ।
তার বিরুদ্ধে ৪ টি সিআর (সাজা) সহ ৮টি জিআর ও ৩টি সিআর মামলা সহ মোট ১৫টি মামলার ফেরারী আসামী ছিলো খলিল মিয়া। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ফেরারী আসামী খলিল মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকালে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।