বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ারসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন টরকি বন্দর এলাকার কানাই লাল চন্দ্র (৭২) ও তার ছোট ছেলে শিপক চন্দ্র (৪০)।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কানাই লাল চন্দ্র বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিলেন। দুর্গোৎসবের সময় এসব বিদেশি মদ ও বিয়ার বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের।

গৌরনদী থানা পুলিশের এসআই মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টরকি বন্দর এলাকার কানাই লাল চন্দ্রের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৩৫ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ার জব্দ করা হয়। আটক করা হয় কানাই লাল চন্দ্র ও তার ছোট ছেলে শিপক চন্দ্রকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কানাই লাল চন্দ্রের বড় ছেলে রিপন চন্দ্র (৪৩) পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।