শাহজালালে ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১.১৫৪ কেজি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউজের চোরাচালান প্রিভেন্টিভ দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ বিমানের (ফ্লাইট নং-বিজি ০৩৬) যাত্রী ওয়ার্দা ইমতিয়াজ এবং মাফরোজা বেগমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে স্বর্ণালংকারগুলো জব্দ করে। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আটককৃত স্বর্ণালংকারের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।