মতিঝিলের চার ক্লাব থেকে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানী মতিঝিলের চার ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্যাসিনোর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানার এডিসি শিবলী নোমান।

মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন বলেন, চারটি ক্লাব থেকেই ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা যায়নি। তবে এ অভিযান চলমান থাকবে।

অভিযান বিষয়ে এডিসি শিবলি নোমান বলেন, আরামবাগ ক্লাবে অভিযানে গিয়ে দেখা যায়; সেখানে আগে থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। তবে সেখানে ক্যাসিনো চলে সেটা বোঝা যাচ্ছিল। ভেতরের ব্যক্তিরা অভিযানের খবর শুনেই পালিয়ে যায়। দিলকুশায়ও কাউকে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, এসব জুয়া-ক্যাসিনোতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অভিযান শেষে বিস্তারিত পরে জানানো হবে।