বলিউডের কণ্ঠশিল্পী কৈলাশ খের ঢাকায়

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ২, ২০১৯

ডেস্ক নিউজ: ‘তেরি দিওয়ানি’, ‘আল্লাহ কে বান্দে’, ‘যো ভি হো কাল ফির আয়েগা’ গানের শিরোণামগুলো দেখতেই চোখের সামনে ভেসে উঠবে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাশ খেরের মুখ। এই গানগুলো গাইতেই ঢাকায় এসেছেন এই শিল্পী।

কয়েকদিন থেকে ঢাকাতেই অবস্থান করছেন কৈলাশ। রিহার্সেল শেষে গতকাল (১ মে) রাতে চূড়ান্ত শুটিংয়ে অংশ নিয়েছেন সুফি ঘরানার এই শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন গানবাংলা চ্যানেলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। তার সংগীত নির্দেশনায় গানবাংলা টিভি’র জন্য নির্মিত লাইভ গানের আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ এর জন্য কৈলাশের ঢাকা এসেছেন। সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘আমি বরাবরই স্বপ্ন দেখেছি দেশ ও বিদেশের সংগীতের সেরা মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করানোর। সেই জার্নিটা শুরু করে যাচ্ছি ‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে। এবার আমরা চতুর্থ আসর করছি। চেষ্টা করছি দেশের সেরাদের পাশাপাশি এবার বিদেশের সেরাদেরও আনার। সেই ধারাবাহিকতায় এবার ভারত থেকে এসেছেন অসাধারণ তিন শিল্পী কৈলাশ খের, পাপন ও অদিতি সিং শর্মা। তারা আমাদের সঙ্গে কাজ করে মুগ্ধতা প্রকাশ করেছেন।’

ইতোপূর্বে ‘উইন্ড অব চেঞ্জ’-এর বিভিন্ন সিজনে অংশ নিয়েছেন সংগীতশিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, বারী সিদ্দিকী, জানে আলম, অদিতি মহসিন, সুবীর নন্দী, কৌশিক হোসেন তাপস, জেমস, আইয়ুব বাচ্চু, মিজান, হাবিব, বালাম, ব্যান্ড চিরকুট, হৃদয় খান, শাহানা বাজপেয়ী, চিশতী বাউল, তপু, পুলক, লুইপা, এলিটা, পথিক নবীসহ অনেকে।