ধলাই ডেস্ক: ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্তে ১৪শ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে এবং তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টের সামনে থেকে এই ইলিশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতেতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার ফেরদৌস বদু, পটুয়াখালি জেলার বাচ্চু তালুকদার ও যশোরের ঝিকরগাছার হুমায়ুন কবির।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, একটি পিকআপে করে এসব ইলিশ চোরাপথে ভারতে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ১৪শ কেজি ইলিশ উদ্ধার করা হয়। এ সময় একটি পিকআপ ও তিন পাচারকারীকে আটক করা হয়েছে।