ধলাই ডেস্ক: মোবাইল ফোন চার্জে রেখে ইয়ারফোনে গান শুনছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। একপর্যায়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে আর জেগে উঠেনি। মোবাইল অতিরিক্ত উত্তপ্ত হয়ে ফেটে পড়লে মারা যায় ওই কিশোরী। কাজাখাস্তানের বেস্তব নামের একটি অঞ্চলে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আলুয়া অ্যাসেটকিজি আবজালবেক নামের কাজাখাস্তানের ওই কিশোরী চার্জার সঙ্গে ফোনের সংযোগ বিচ্ছিন না করেই ঘুমিয়ে পড়ে। দুর্ভাগ্যক্রমে রাতে তার ফোনটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে ফোনটি ফেটে পড়ে এবং আগুন ধরে যায়। এর ফলে ওই কিশোরীর মাথায় গুরুতর জখম হয়। এই ঘটনায় ওই কিশোরী ঘটনাস্থালেই মারা যায়।
বেস্তবের স্থানীয় পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, ধারণা করা হচ্ছে বিস্ফোরণের ফলেই মাথার গুরুতর আঘাত পেয়েছিল। ঘটনাস্থলেই সে মারা যায়। তার স্মার্টফোনটি কোন ব্র্যান্ডের ছিলো তা এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: দ্য সান।