ভাসমান রেস্টুরেন্ট
September 5, 2019 | 21:02:PM | আপডেট: 21:11:PM
-
কথা হয় রেস্টুরেন্টটির প্রধান সেফ তরিকুল ইসলাম কোতোয়ালের সঙ্গে। তিনি বলেন, এখানে বার-বি-কিউ, বার্গার, বিপ বার্গার, চিকেন বার্গার, চিকেন কারি, চিকেন চাওমিং, ফ্রাইড রাইচ, ফ্রাই চিকেন, চিলি চিকেন, ভেজিটাবেল, বিফকারি, চাইনিজ রুল, বডি কাবাব, ন্যাসুসসহ বিভিন্ন চাইনিজ, বিভিন্ন ধরনের ফলেন জুস ও দেশীয় খাবার পাওয়া যায়। ছবি: মো. ছগির হোসেন