অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড মিললেই কঠোর ব্যবস্থা: আতিক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার দুপুরে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ অভিযানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেখানেই অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড, সেখানেই ব্যবস্থা। কাউকেই ছাড় দেয়া হবে না।

ডিএনসিসি মেয়র বলেন, যে যতো প্রভাবশালী হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। এ শহরে অবৈধ কোনো বিলবোর্ড-সাইনবোর্ড থাকবে না। আমি নিজে এসে দাঁড়িয়েছি। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি।

তিনি বলেন, সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, সিটি করপোরেশনকে ট্যাক্স দিতে হবে। নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

এসময় ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, নির্বাহী ম্যাজিস্টেট মোতাকাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ডিএনসিসি কর্মকর্তারা জানান, জনদুর্ভোগ এড়াতে ছুটির দিনে চেয়ারম্যান বাড়ি এলাকার বিভিন্ন সড়কে অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।