
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে অভিযান চালিয়ে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীসহ আটজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, ১৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদের মধ্যে গ্রেফতারকৃত সহিদুল ইসলাম ওরফে শামীম ওরফে বাবু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে। সোমবার বাবুসহ গ্রেফতারকৃত অন্যদের আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, ত্রিশালে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাকুয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কামরুল, আবু বক্কর, আকরাম ও বাচ্চুকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মজিবুর রহমান, ৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বাবুল ও মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির ওসি শাহ কামাল আকন্দ।