ধলাই ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি মেছোবাঘ। শনিবার সকাল ৬টার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে নওপাড়া রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গল থেকে শনিবার সকালে লোকালয়ে আসে মেছোবাঘটি। কিন্তু মানুষের উপস্থিতি টের পেয়ে রেললাইন ধরে আবার জঙ্গলে যাওয়ার চেষ্টা করে। এ সময় নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে নওপাড়া রেলসেতুতে ট্রেনটি উঠার আগেই মেছোবাঘটি দ্রুত সেতুটি অতিক্রম করার চেষ্টা করে। এতে ট্রেনের ধাক্কায় মেছোবাঘটি ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম জানান, রেললাইনের ধারে মৃত মেছোবাঘটি অনেক সময় ধরে পড়ে ছিল।
তবে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় দফতর সম্পাদক ফজলে রাব্বী জানান, এটি দেখতে মেছোবাঘের মতো মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি মেছোবিড়াল। বিষয়টি রাজশাহী বন বিভাগকে জানানো হলে তারা মৃত প্রাণীটি মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেয়।
নলডাঙ্গা রেলস্টেশনের বুকিং সহকারী (অস্থায়ী স্টেশনমাস্টার) দেবব্রত কুমার জানান, পরিবেশকর্মীরা পরে মেছোবাঘটি মাটিচাপা দেন।